দেশজুড়েপ্রধান শিরোনাম

হামলা-ভাঙচুরের ঘটনায় বিভিন্ন স্থান থেকে আটক ৫২, তদন্ত কমিটি গঠন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সারা দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৫২ জনকে আটক করা হয়েছে। এসব ঘটনা খতিয়ে দেখতে কয়েকটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

এছাড়াও মণ্ডপের নিরাপত্তায় ২২ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

কুমিল্লায় বেশ কয়েকটি জায়গায় হামলা ও ভাঙচুরের অভিযোগে ৪৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে আলাদা দুটি তদন্ত কমিটি।

এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি দল এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় তারা বলেন, কুমিল্লার ঘটনাটি উস্কানিমূলক। একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

এদিকে, চাঁদপুরের হাজীগঞ্জে হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ঘটনা তদন্তে জেলা প্রশাসন পাঁচ সদস্যের তদন্ত কমিটি করেছে। পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন এলাকায় পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ টহল অব্যাহত রয়েছে।

এদিকে, কক্সবাজারের পেকুয়ায় হামলা-ভাংচুরে জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে আইন-শৃংখলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

/ আরএইচএস

Related Articles

Leave a Reply

Close
Close