বিশ্বজুড়ে

লিবিয়ায় উদ্ধার ১৭১ বাংলাদেশি ডিটেনশন সেন্টারে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নৌকায় করে ইউরোপ যাত্রাকালে লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক হওয়া ১৭১ জন বাংলাদেশিসহ প্রায় ২০০ অভিবাসীকে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। তারা লিবিয়া উপকূল থেকে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছিলেন। গত ৩০ অক্টোবর তাদের উদ্ধার করা হয়।

রোববার (৩ নভেম্বর) দূতাবাসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, উদ্ধারকৃত এসব অভিবাসীকে ত্রিপোলির উপশহরে অবস্থিত দুইটি ডিটেনশন সেন্টারে হস্তান্তর করা হয়। পরে দেশটির অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে যোগাযোগ করে ৩১ অক্টোবর লিবিয়া দূতাবাসের একটি টিম ডিটেনশন সেন্টার পরিদর্শন করেছে। এ সময় সেখানে বন্দি ৪৩ বাংলাদেশি নাগরিকের সাক্ষাৎকার নেয়া হয়। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় আইনি সহায়তারও ব্যবস্থা করা হয়।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্র বলছে, ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭১ বাংলাদেশি নাগরিককে দেশে পাঠানোসহ সব ধরনের আইনগত সহায়তা দেয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে লিবিয়ার সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে দূতাবাস কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Close
Close