আমদানি-রপ্তানীশিল্প-বানিজ্য

হুয়াওয়কে নিম্ন-প্রযুক্তির চিপ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

ঢাকা অর্থনীতি ডেস্ক: যুক্তরাষ্ট্র এই ইঙ্গিত দিয়েছে যে, তারা চীনের হুয়াওয়ে টেকনোলোজিসের কাছে “নিম্ন-প্রযুক্তির” চিপ বিক্রির অনুমোদন দিবে। হোয়াইট হাউসের বাণিজ্য বিষয়ক পরামর্শক পিটার নাভাররো মার্কিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, এই ধরণের বিক্রয় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার উপর কোন প্রভাব ফেলবে না।

তিনি বলেন, “চলমান ব্যবস্থা অব্যাহত রাখার জন্য স্বল্প পরিমাণের নিম্ন-পর্যায়ের চিপ বিক্রি করা হবে এবং এটি কোন খারাপ কিছু নয় যদি সেটি আপনাকে চীনের সাথে দরকষাকষির টেবিলে ফিরিয়ে নিয়ে আসে।”

নাভাররো অবশ্য এই বিষয়ের উপর জোর দিয়েছেন যে ওয়াশিংটন মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের সাথে পরবর্তী প্রজন্মের ৫-জি নেটওয়ার্ক সংশ্লিষ্ট কোন বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে নিষেধাজ্ঞার নীতি বজায় রেখে চলেছে। এই পদক্ষেপ জাপানি বাণিজ্যিক প্রতিষ্ঠান’সহ অনেক কোম্পানির উপরই প্রভাব ফেলেছে।

হুয়াওয়ের কাছে ঠিক কোন পণ্যগুলো বিক্রি করা হবে, যুক্তরাষ্ট্র তার একটি তালিকা প্রকাশ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close