দেশজুড়েশিক্ষা-সাহিত্য

হৃদরোগে আক্রান্ত হয়ে যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

যবিপ্রবি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের প্রসেনজিৎ মজুমদার নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৯ আগষ্ট) সকাল ১০ টার দিকে খুলনাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রসেনজিৎ মজুমদার ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কবিরপুর গ্রামের প্রশান্ত মজুমদারের ছেলে। বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ আমবটতলার একটি ছাত্রাবাসে থাকতেন প্রসেনজিৎ।

শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থী প্রসেনজিৎ মজুমদার গুরুতরভাবে হৃদরোগে আক্রান্ত হলে বন্ধুরা তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসকগন তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেন। এরপর তাকে খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

শিক্ষার্থী প্রসেনজিৎ এর অকালমৃত্যুতে তার নিজ পরিবারসহ বিশ্ববিদ্যালয় সহপাঠীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles

Leave a Reply

Close
Close