তথ্যপ্রযুক্তি

১০০ মেগাপিক্সেলের ক্যামেরা-সহ স্মার্টফোন !

ঢাকা অর্থনীতি ডেস্ক: ইতিমধ্যে চিনে লঞ্চ হচ্ছে সাউমি এর নতুন স্মার্টফোন এমআই মিক্স এলফা। আর সংস্থার প্রকাশিত টিজার অনুযায়ী ১০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে সিউমি-এর নতুন স্মার্টফোনে। তবে এখানেই শেষ নয়, ৫জি সাপোর্ট থাকবে এতে।

সাউমি এর Weibo অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে এমআই মিক্স আলফা-এর টিজার পোস্টার। সেথানেই জানানো হয়েছে যে, ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকছে । অপর একটি পোস্টে সংস্থা জানিয়েছে ১২,০৩২ x ৯,০২৪ পিক্সেল রেজোলিউশন ক্যামেরায় তোলা ছবিতে। উল্লেখিত রেজোলিউশন হিসাব করলে দেখা যাবে তা প্রায় ১০৮ মেগাপিক্সেলের কাছাকাছি।
তবে এর পাশাপাশি ফোনের অন্যান্য ফিচার্সের দিকেও নজর দিয়েছে সংস্থা। ৫জি থাকবে বলে জানা গিয়েছে। তবে, এ বিষয়ে এখনও কিছু জানায়নি সংস্থা। তা ছাড়াও স্মার্টফোনের বিল্ডের গুণগত মানের দিকেও নজর দিতে চাইছে সাউমি। এআই মিক্স আলফা-এর বডি তৈরী করা হচ্ছে টাইটেনিয়াম, সিলিকনের অক্সাইড এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করে।

ফোনের ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে পপ আপ ক্যামেরা রাখা হবে না বলে জানিয়েছে সাউমি। আন্ডার-ডিসপ্লে সেনসর, অর্থাৎ ডিসপ্লের নিচেই থাকবে এর ফ্রন্ট ক্যামেরার সেনসর।

Related Articles

Leave a Reply

Close
Close