চাকুরী

১০ হাজারের বেশি কর্মকর্তা নিয়োগ দিবে ভূমি মন্ত্রণালয়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) মাধ্যমে নন-ক্যাডার থেকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ১০ হাজারের বেশি সার্ভেয়ার ও সেটেলমেন্ট কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বুধবার (১১ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পদোন্নতি পাওয়া ৫৪৮ কানুনগো (ম্যানেজমেন্ট) ও কানুনগো (উপ-সহকারী সেটেলমেন্ট অফিসার) এর লটারির মাধ্যমে পদায়ন বিষয়ক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘সার্ভেয়ার কানুনগো পদে নতুন নতুন নিয়োগ করা হবে। এ জন্য বিধিমালা প্রণয়ন হচ্ছে। সার্ভেয়ার ও সেটেলমেন্ট কর্মকর্তা মিলে ১০ হাজারের বেশি নিয়োগ দেয়া হবে। নন-ক্যাডার থেকে পিএসসির মাধ্যমে নেয়ার চিন্তা ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি, একটা সিস্টেম ডেভেলপ করতে। ভবিষ্যতে যেন এ পদ্ধতিটা অবলম্বন করা হয়। এ পদ্ধতিতে কোনো প্রশ্ন ওঠার সুযোগ নেই।’

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close