দেশজুড়ে

১০ হাজার পিচ ইয়াবাসহ বাসচালক গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বাসের ড্রাইভিং সিটের নিচে লুকিয়ে কক্সবাজার থেকে বগুড়া নিয়ে যাওয়ার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আবদুর রশিদ জিলাদার (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু্লিশ।

রোববার (৯ জুন) ভোররাতে ফিরিঙ্গীবাজার ব্রিজঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রশিদ জিলাদার বগুড়া জেলার কাহারু পাইকর এলাকার দিরাজ উদ্দিন জিলাদারের ছেলে। তিনি বাসচালক বলে জানিয়েছে পু্লিশ।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল হাসান জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে বগুড়া যাচ্ছিল আলিফ পরিবহনের বাসটি। বাসের ড্রাইভিং সিটের নিচে কৌশলে লুকানো ছিল ১০ হাজার পিস ইয়াবা। বাসচালক আবদুর রশিদ জিলাদারকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ইয়াবা পাচারের জন্য আলিফ পরিবহনের বাসটি ব্যবহার করা হতো। কোনো যাত্রী না নিয়ে রিজার্ভ লেখা স্টিকার লাগিয়ে ইয়াবা নিয়ে যাওয়া হতো ওই বাসে। ইয়াবা পাচারে ব্যবহৃত আলিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close