দেশজুড়ে

১১ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাপ্পী ওরফে রাজিব (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত বাপ্পী পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি ১১ মাদক মামলার আসামি।

সোমবার (১০ জুন) গভীর রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় এ ঘটনা ঘটে। বাপ্পী সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত দেলোয়ার হোসেন দেলুর ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ক্রিজ, একটি রামদা ও ১২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, বিপুল পরিমাণ মাদকের একটি চালানের গোপন সংবাদ পেয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সদর দক্ষিণ উপজেলার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী বাপ্পী ও তার সহযোগীরা হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ী বাপ্পী গুলিবিদ্ধ হন।

পরে বাপ্পীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত বাপ্পী পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনে থানায় ১১টির অধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

Related Articles

Leave a Reply

Close
Close