দেশজুড়ে

১৪ দিনের রিমান্ডে কাউন্সিলর রাজীব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অস্ত্র ও মাদক আইনের মামলায় মোহাম্মদপুরের ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে ১৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। রোববার (২০ অক্টোবর) এক রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

রোববার রাত সোয়া ১১টার দিকে রাজীবকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে তার ২০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত অস্ত্র মামলায় সাতদিন ও মাদক মামলায় সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, রোববার রাত ৯টার দিকে রাজীবের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে রাজধানীর ভাটারা থানায় সোপর্দ করে র‌্যাব।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আফতাব উদ্দিন সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে গ্রেফতার করে র‌্যাব। ওই বাড়ি থেকে অবৈধ অস্ত্র ও মদ উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close