দেশজুড়েপ্রধান শিরোনাম

১৭ মার্চের পর অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন দেওয়া হতে পারে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ১৭ মার্চের পর অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন দেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক শাহ আলমগীরের ওপরে লেখা ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ নামক স্মারক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। আজ বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান হয়।

হাছান মাহমুদ বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালগুলোর রেজিস্ট্রেশন করার জন্য দরখাস্ত আহ্বান করেছিলাম। সেখানে সাড়ে তিন হাজারের বেশি দরখাস্ত পড়েছে। অনলাইন টিভিগুলোকেও আমরা রেজিস্ট্রেশনের আওতায় আনার উদ্যোগ নিয়েছি। এখানে ৫০০-এর বেশি আবেদন পড়েছে। আমরা অনেক আগে থেকেই রেজিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পারিনি। কারণ, তদন্তগুলো আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাইনি। বারবার তাগাদা দেওয়ার পর কিছুসংখ্যক রিপোর্ট পেয়েছি। একটি সংস্থা থেকে এক হাজারের বেশি, আরেকটি সংস্থা থেকে এক শর কম প্রতিবেদন পেয়েছি। সুতরাং, একটি সংস্থার রিপোর্টের ওপর ভিত্তি করে তো রেজিস্ট্রেশন দেওয়া যায় না, সে জন্য আরেকটু সময় অপেক্ষা করতে হবে।’

মন্ত্রী বলেন, ‘প্রতিষ্ঠিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে প্রথম ধাপেই রেজিস্ট্রেশন দিতে চাই। তাদের রিপোর্ট যেন দ্রুত আসে, সে জন্য অপেক্ষা করছি। ১৭ মার্চের পর থেকে আমরা রেজিস্ট্রেশন দেওয়ার চেষ্টা করব। আমি নিশ্চিত করে বলতে পারছি না।’

চলচ্চিত্র প্রকাশনা ও অধিদপ্তরে সংবাদপত্র প্রচারের সংখ্যা বছরের পর বছর হযবরল অবস্থায় বিরাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এটার শৃঙ্খলার মধ্যে আসা প্রয়োজন। সে জন্য তিনি সবার সহযোগিতা চান। মন্ত্রী বলেন, দেখা যায় যে পত্রিকাগুলো মানুষ চেনে না, সেগুলো এখন ভালো পত্রিকাগুলোর কাছাকাছি চলে গেছে। তিনি এই পরিস্থিতির উত্তরণ চান। এতে সংশ্লিষ্টদের পাশাপাশি তাঁরা এনবিআরেরও সহযোগিতা চেয়েছেন বলে জানান।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close