দেশজুড়ে

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎতে এহসান গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এহসান গ্রুপের চেয়ারম্যান মুফতি রাগীব আহসানকে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এন এম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, পিরোজপুরের এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের বিরুদ্ধে লক্ষাধিক গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। গ্রুপটির বিরুদ্ধে ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছে গ্রাহকরা।

জানা গেছে, গ্রাহকের টাকা নিয়ে প্রতিষ্ঠানের নামে জমি না কিনে রাগীব আহসান এবং তার আত্মীয়স্বজনের নামে জমি কেনা হয়। পরবর্তী সময়ে সেসব জমির ৯০ শতাংশ গোপনে বিক্রি করে টাকা আত্মসাৎ করতো গ্রুপটি। এরইমধ্যে, এহসান গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের ১৬টিই উধাও হয়ে গেছে।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close