দেশজুড়ে

২৪ ঘণ্টায় আরও ১৮৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রোববার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ৮৭০ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সরকারি হিসাব অনুযায়ী যা আগের দিনের চেয়ে ২২১ জন বেশি।

পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের স্ত্রী ডেঙ্গু জ্বরে রোববার ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে বিভিন্ন হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ৫৩ জন মারা গেলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হাজার ৮০৪ জন। এদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন ১৭ হাজার ৩৩৮ জন। আর সারাদেশে বিভিন্ন হাসপাতালে এ জ্বর নিয়ে ভর্তি আছেন ৭ হাজার ৩৯৮ জন।

Related Articles

Leave a Reply

Close
Close