বিশ্বজুড়ে

২ কোটির গাড়ি রাস্তায় বের করে জরিমানা গুনলেন ১০ লাখ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুই কোটি টাকার স্পোর্টস কার নিয়ে রাস্তায় বের হয়েই জরিমানা গুনতে হলো প্রায় ১০ লাখ টাকার। এত দামি গাড়ি নিয়ে বের হতেই চোখ পড়েছে এক ট্রাফিক পুলিশের। সেই তাকানোই যেন ‘কাল’ হল ওই গাড়ির মালিকের। ভারতের আমদাবাদে এক ‘পোর্সা ৯১১’ স্পোর্টস কারের মালিককে প্রায় ১০ লাখ টাকা জরিমানার মুখে পড়তে হলো।

পোর্সা ৯১১-এর ভারতে অন রোড দাম প্রায় দু’ কোটি ১৫ লাখ টাকা। তেমনই একটি গাড়ি নিয়ে এক ব্যক্তি শুক্রবার  আমদাবাদের রাস্তায় বেরিয়েছিলেন। রূপালী রঙের পোর্সাটিকে শহরের হেমলেট ক্রস রোডে আটকান এক ট্রাফিক পুলিশ।

আমদাবাদের রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসের (আরটিও) এক কর্মী জানিয়েছেন, পোর্সাটিতে কোনও নম্বর প্লেট ছিল না। তাই সেটিকে আটকানো হয়। তারপর যখন চালকের কাছে গাড়ির কাগজপত্র চাওয়া হয়, তার কিছুই দেখাতে পারেননি তিনি। এর পরই গাড়িটিকে আটক করা হয়। সব কিছু হিসেব কষে গাড়ির মালিককে নয় লাখ ৮০ হাজার টাকার জরিমানার রসিদ ধরানো হয়।

আমদাবাদের ডেপুটি পুলিশ কমিশনার তেজস পটেল গাড়িটিকে বাজেয়াপ্ত করার কথা জানিয়েছেন। আমদাবাদ পুলিশের টুইটার হ্যান্ডলেও গাড়িটির দু’টি ছবি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে গাড়িটির কোনও নম্বর প্লেট ছিল না।

Related Articles

Leave a Reply

Close
Close