দেশজুড়ে

কলেজের শহীদ মিনারে জুতা পায়ে অধ্যক্ষ!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুর সরকারী কলেজের শহীদ মিনারে জুতা পায়ে ফুল দিয়ে পুস্পস্তবক অর্পণ করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে জুতা পায়ে তিনি শ্রদ্ধাঞ্জলি দেন।

জানা গেছে, সোমবার (১৬ ডিসেম্বর) সকালে অধ্যক্ষ কলেজ চত্বরের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুলের তোড়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে যান। এসময় শহীদ মিনারে জুতা পায়ে পুস্পস্তবক অর্পণ করে, ফটোশেসন করতেও দেখা যায় তাকে।

এবিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ছবিটা তার নয় বলে তিনি জানান।

সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর গোলাম মোস্তফা জানান, জুতা পায়ে শহীদ মিনারে উঠে শহীদদের অপমান করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা জানাই।

উপজেলা নিবার্হী অফিসার মো. আব্দুল কাদের বলেন, জুতা পায়ে শহীদ মিনারে ওঠার ছবিটা আমার নজরে এসেছে। বিষয়টি মাননীয় সংসদ সদস্য কে জানানো হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন বলেন, এ ধরণের কাজ অত্যন্ত দুঃখজনক, স্বাধীনতা বিরোধী মনোভাব নিয়েই কাজটি তিনি করেছেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close