দেশজুড়ে

৩৬ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ ধ্বংস, ১ কোটি টাকা জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আদালতের নির্দেশে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে ৩৬ কোটি ৪১ লাখ ৯৫ হাজার টাকার  মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন জনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ১৫২ টি মামলা করা হয়েছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে বিভিন্ন ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) হাইকোর্টে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা।

প্রতিবেদনে বলা হয়, হাইকোর্টের নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের চিঠির প্রেক্ষিতে বাজার থেকে এসব মেয়াদোত্তীর্ণ ওষুধ সংগ্রহ করে তা ধ্বংস করে কোম্পানিগুলো। এছাড়া দেশের বিভিন্ন জেলায় সাড়ে চার হাজার ফার্মেসি পরিদর্শন করে ১৫২টি মামলা করেছে অধিদপ্তর। একই সঙ্গে অনিয়মের অভিযোগে এক কোটি টাকা জরিমানা আদায় করেছে প্রতিষ্ঠানটি।

গত ১৮ জুন হাইকোর্ট দেশের ফার্মেসিতে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ  জব্দ করে এক মাসের মধ্যে ধ্বংস করার নির্দেশ দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Close
Close