দেশজুড়ে

তুরাগ নদীর পাড়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

ঢাকা অর্থনীতি ডেস্ক: একাধিক অভিযোগের ভিত্তিতে সাভারে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব ৪। তাদের বিরুদ্ধে ডাকাতি, ট্রলার ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে সাভার থানার আমিনবাজার বড়দেশী এলাকায় তুরাগ নদীর পাড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- ভোলা জেলার মোঃ রাসেল মিয়া (২৩), মোঃ আইয়ুব আলী (২৩), ব্রাহ্মণবাড়িয়ার মোঃ সুমন মিয়া (২৭), পাবনার মোঃ আবু হানিফ মিয়া (৪০), বরিশালের মোঃ সুমন (৩৫)। এসময় তাদের কাছ থেকে ১টি পিস্তল সদৃশ্য উন্নত মানের পাইপগান, ২টি দেশীয় পাইপ গান, ১ রাউন্ড শটগানের কার্তুজ, ২টি বড় রামদা, ৩টি বড় চাপাতি, পাইপগান তৈরির সরঞ্জামাদি, ১টি কাঁচি, ১টি লোহার পাইপ, ৪টি লোহার রড এবং ৭টি মোবাইলফোন উদ্ধার করে জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে আসামীরা জানায়, দীর্ঘদিন যাবৎ ৮-১০ জন দলবদ্ধ হয়ে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্নস্থানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন জিনিস ডাকাতি করে আসছিল। এইকাজ করার সময় ভুক্তভোগীদের তারা অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহতও করত।

র‍্যাব-৪ এর অপ্স অফিসার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, সাভার এলাকায় জলদস্যু, ভূমিদস্যু ও ডাকাত দলের পক্ষ থেকে সাধারণ মানুষদের জীবন নাশের হুমকি প্রদান, ডাকাতির চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। সুনির্দিষ্টভাবে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে ট্রলার ছিনতাইসহ হত্যার হুমকি ও ডাকাতির অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে গোপনীয় ও স্থানীয় তদন্তে এই ডাকাত দলের কর্মকান্ড ও অবস্থান সম্পর্কে প্রাপ্ত তথ্যের সত্যতা পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রমামলাসহ চাঁদাবাজীর মামলা দায়ের করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close