দেশজুড়ে

৫৫ কেজি ওজনের বিরল প্রজাতির কাছিম উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভোলায় বিশাল আকারের প্রায় ৫৫ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে বন বিভাগ।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে মনপুরা ইউনিয়নের ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী সংলগ্ন এলাকা থেকে কাছিমটি উদ্ধার করা হয়।

মনপুরা উপজেলার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান জানান, ওই ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদীর তীরবর্তী চরে আটক যায় কাছিমটি। স্থানীয় জেলেরা দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে তারা কাছিমটিকে উদ্ধার করেন। কাছিমটি পুরোপুরি সুস্থ্ ছিল বলেও জানান তিনি।

তিনি আরও জানান, উদ্ধারের পর কাছিমটিকে মনপুরা উপজেলার চর জামশেদের জংলার খাল এলাকায় মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

পৃথিবীতে এ কাছিমের অস্তিত্ব সংকটাপন্ন। এটি সামুদ্রিক কাছিম। নিরাপদ আশ্রমে প্রজননের জন্য এসে এটি আটকা পরেছে বলে ধারণা বন কর্মকর্তাদের।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close