দেশজুড়ে

৫ বছরের শিশুকে নদীতে ফেলে দিলেন সৎ মা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সিলেটে মায়া বেগম (৫) নামে এক শিশুকে সুরমা নদীতে ফেলে দিলেন তারই সৎ মা সালমা বেগম। ঘটনার পর থেকে ওই শিশু নিখোঁজ রয়েছে।

শুক্রবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মায়া সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা এলাকার ফতেহপুর গ্রামের জিয়াউল হকের মেয়ে।

এ ঘটনার পর ওই নারীকে আটক করে মহানগরের জালালাবাদ থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিশুটিকে নিয়ে কুমারগাঁও সুরমা নদীর উপর সেতুতে আসেন সালমা। সেতুর মাঝামাঝি এসে শিশুটিকে রেলিংয়ের উপর দিয়ে উঠিয়ে ভরা নদীতে ফেলে দেন তিনি। উপস্থিত লোকজন ঘটনাটি প্রত্যক্ষ করলেও এগিয়ে আসার আগেই শিশুটিকে নদীতে ফেলে দেওয়া হয়। এরপর নিমিষেই সুরমার প্রখর স্রোতে নদীগর্ভে তলিয়ে যায় শিশুটি। পরে উপস্থিত লোকজন ঘটনাটি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করে থানায় হেফাজতে নেন।

জালালাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে সতীনের মেয়ে মায়াকে সুরমা সেতুর উপর থেকে নদীতে ফেলে হত্যা করেন সালমা।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন বলেন, শিশুটিকে উদ্ধারে দমকল বাহিনীর ডুবুরিরা কাজ করছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close