দেশজুড়ে

৬৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ বিমানযাত্রী আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৩ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ মোহাম্মদ মাহবুবর রহমান নামে একযাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বিষয়টি সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো সহিদুল ইসলাম।

তিনি জানান, শাহজালালে শুল্ক গোয়েন্দারা ৭৪ হাজার ৪০০ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় ৬৩ লাখ ৯ হাজার ১২০ টাকাসহ মোহাম্মদ মাহবুবর রহমান নামে একজন আটক করা হয়। চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দার সদস্যরা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আগে থেকেই নজরদারিতে ছিলেন। একপর্যায়ে রোববার (২৪ নভেম্বর) রাত ১১টায় হেভি লাগেজ এরিয়ার ৪ নম্বর গেইট দিয়ে মালিন্দো এয়ারলাইন্সের কুয়ালালামপুরগামী ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাহবুবর রহমানের প্রবেশকালে তাকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দারা। এ সময় তার হাতের ট্রলি ব্যাগে বৈদেশিকমুদ্রাগুলো পাওয়া যায়।

তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রা বহনকারী যাত্রীকে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close