দেশজুড়েপ্রধান শিরোনাম

৬৪ পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। এসব পৌরসভায় ভোট হবে আগামী ৩০ জানুয়ারি।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। বিরতিহীনভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি এবং ফেব্রুয়ারিতে মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫টি পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ।

তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই শেষ ৩ জানুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close