দেশজুড়ে

৬৭১ বস্তা সরকারি চালসহ সাবেক ইউপি চেয়ারম্যান আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যশোরের বাঘারপাড়ায় একটি চালের আড়ত থেকে ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আড়তমালিক ও কাভার্ড ভ্যানেরচালককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে খাজুরা বাজারে দেলোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীর আড়তে অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়।

এ ঘটনায় নিয়মিত মামলাসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আফরোজ।

যশোরের বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে খাজুরা বাজারের চাল ব্যবসায়ী সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের আড়তের সামনে একটি কাভার্ডভ্যান থেকে সরকারি চাল নামানো হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ৬৭১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনায় আড়তদার দেলোয়ার হোসেন ও কাভার্ড ভ্যানচালক মাসুদকে আটক করে পুলিশ। জব্দ করা হয় চাল বোঝাই ট্রাকটিও।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জব্দ চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সিল মারা রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close