দেশজুড়েপ্রধান শিরোনাম

৯ সেপ্টেম্বর থেকে লাগোস ও আবুজায় আবারও ফ্লাইট চালু করছে এমিরেটস

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এমিরেটস এয়ারলাইন্স আফ্রিকায় তাদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করছে। নাইজেরিয়ার লাগোসে ৭ সেপ্টেম্বর এবং আবুজা শহরে ৯ সেপ্টেম্বর থেকে আবারও যাত্রীবাহী ফ্লাইট চালু করছে প্রতিষ্ঠানটি।

এর ফলে আফ্রিকায় এমিরেটসের মোট গন্তব্যের সংখ্যা হবে ১৩টি এবং সারাবিশ্বে ৮৪টি। লাগোসে সপ্তাহে চারটি ফ্লাইট চলাচল করলেও আবুজায় থাকবে দৈনিক ফ্লাইট।

এমিরেটস বর্তমানে ঢাকা থেকে সাতটি সাপ্তাহিক ফ্লাইটের মাধ্যমে (ভায়া দুবাই) বিশ্বের ছয়টি মহাদেশের ৮০টির অধিক নগরীতে ভ্রমণসুবিধা প্রদান করছে। emirates.com ওয়েবসাইট বা ট্রাভেল এজেন্টদের মধ্যেমে ফ্লাইট বুকিং করা যাবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুবাই উন্মুক্ত হওয়ার ফলে আগ্রহীরা ব্যবসায়িক, পর্যটন বা অন্যান্য প্রয়োজনে এখন শহরটিতে ভ্রমণ করতে পারেন। দুবাই আগমনকারী বা দুবাইয়ে ট্রানজিটকারী সকল যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এমিরেটসে ভ্রমণকারী কোনো যাত্রীর কোভিড-১৯ শনাক্ত হলে এয়ারলাইন্সের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহন করা হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close