আশুলিয়াগার্মেন্টসপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

রেমিটেন্স উপার্জনে বিশ্বের প্রথম হবে বাংলাদেশ- শ্রম সচিব

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শতভাগ সংস্কার কার্যক্রম সম্পন্নকারী (অবকাঠামো নির্মাণ, অগ্নি ও বিদ্যুৎ নিরাপত্তাসহ সকল সুবিধার উন্নয়ন) পোশাক কারখানাগুলোকে দ্রুত সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম।

শনিবার(০৭ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার দূর্গাপুর এলাকার ফ্যাশন ডট কম লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় তিনি আরও বলেন বাংলাদেশী শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক।  কারখানাতে তারা এখন কাজের মান ভালো করছে। বাংলাদেশ একদিন রেমিটেন্স সংগ্রহে বিশ্বের মধ্যে প্রথম হবে।

এরপর শ্রম সচিব আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় অরবিট ও ডেবুনেয়ার কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক অতিরিক্ত সচিব শিবনাথ রায়, উপ-মহাপরিদর্শক (সেইফটি) কামরুল ইসলাম, ঢাকা কার্যালয়ের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল, ফ্যাশন ডট কমের ম্যানেজিং ডিরেক্টর খান মনিরুল আলম, এ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স এইচ আর রাকিব, ডিরেক্টর আজম খান, ব্যবস্থাপক প্রশাসন আলমগীর হোসেনসহ আরো অনেকে।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close