দেশজুড়ে

পাঁচ কোটি টাকার মাদক ধ্বংস

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে চার কোটি ৯২ লাখ নয় হাজার টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল দশটায় ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে মাদক দ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফ উল্লাহ আবেদ এসজিপি।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি জব্দকৃত বিদেশি মদ ভর্তি বোতল ভেঙ্গে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেন, ‘মাদক ধ্বংসকরণের অনুষ্ঠানটি মাদক নিরাময়ে বড় ধরণের ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

আদালতের অনুমতিক্রমে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতি উল্লিখিত টাকা মূল্যের জব্দকৃত মাদক দ্রব্যগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে র‌্যাব সদস্য, থানা পুলিশ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close