দেশজুড়ে

ইউনিফর্মে শিক্ষার্থীদের পার্কে দেখলেই শাস্তি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ফেনীতে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের ইউনিফর্ম পরিহিত অবস্থায় পার্কে দেখা গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শাস্তি দেওয়া হবে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন সেলের সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. সুমনী আক্তার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, স্কুল কলেজ চলাকালীন দেখা যায় অনেক ছেলেমেয়ে ইউনিফর্ম পরে পার্কে ঘোরাঘুরি করছে। ক্লাস ফাঁকি দিয়ে পার্কে গিয়ে সময় কাটায় তারা। এক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবক ডেকে মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হবে।

এসব অপরাধ কমাতে ফেনী শহরের পার্কগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জানান।

Related Articles

Leave a Reply

Close
Close