দেশজুড়ে

সংরক্ষিত আসনে ভোটের তফসিল ঘোষণা, মনোনয়ন ফরম বিক্রি শুরু আ. লীগের

ঢাকা অর্থনীতি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা হবে আজ। নির্বাচন কমিশনের বৈঠকের পর আসবে এই ঘোষণা। সাধারণ নির্বাচনের ফল প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রিও শুরু হচ্ছে আজ। এটি চলবে আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত।

আওয়ামী লীগের বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিভাগভিত্তিক বুথ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে। সেখানে ফরম জমাও দেয়া যাবে। অতিরিক্ত লোকসমাগম ছাড়া মনোনয়নপ্রত্যাশীদের আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, সাধারণ নির্বাচনের ফল প্রকাশের ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close