দেশজুড়ে
পানযোগ্য পানির সংকট দূর করতে কাজ করছে সরকার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ঢাকা ও সিলেটের মানুষ যেভাবে সুযোগ-সুবিধা পেয়ে থাকে ঠিক তেমনিভাবে যেন গ্রামের মানুষ সুযোগ-সুবিধা পায় সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। গ্রামের অসহায় দরিদ্রদের বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে।
গত শুক্রবার সিলেটের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৭শ হতদরিদ্র পরিবারের মধ্যে গভীর নলকূপ ও ৩শ ল্যাট্রিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভাটি অঞ্চলের মানুষের প্রধান সমস্যা বিশুদ্ধ পানি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পানি সমস্যা নিরসনে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী সব সময় বয়স্ক, বিধবা ও অসহায় মানুষের খোঁজ-খবর রাখেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিদ্দিক আহমদ।
/আরএম