দেশজুড়ে
ইভিএমে কারচুপির সুযোগ নেই : সিইসি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ইভিএম-এ কারচুপির কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেছেন, ইভিএমে কারচুপির সুযোগ নেই। এক সময় সব সন্দেহ কেটে যাবে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনের আগে বোয়ালখালীতে ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন কে এম নুরুল হুদা।
তিনি বলেন, নতুন প্রযুক্তি আসলে তা নিয়ে কিছুটা বিতর্ক থাকে। তারা ভালো করে দেখলে আর সন্দেহ থাকবে না। ইভিএমে কারচুপির সুযোগ নেই। এক সময় সব সন্দেহ কেটে যাবে।
/এন এইচ