দেশজুড়েপ্রধান শিরোনাম

দিনাজপুরের ইউএনও ওয়াহিদার অবস্থা আশঙ্কাজনক, আনা হয়েছে ঢাকায়

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়েছে

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রংপুর সেনানিবাস থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা হয়। এর আগে, বুধবার গভীর রাতে ঘোড়াঘাটের সরকারি বাসভবনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান তোফায়েল আহমেদ ভূঁইয়া বলেন, ইউএনওর মাথার বাম পাশের আঘাত গুরুতর। সেখানটা দেবে গেছেম ডান হাত ও পা অবশ হয়ে গেছে। এছাড়া মাথার ভেতরে রক্তক্ষরণ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে পাঠানো হয়েছে।

রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব বলেন, এখনো হামলার কারণ জানা যায়নি। আমরা উন্নত চিকিৎসার জন্য ইউএনও ওয়াহিদা খানমকে ঢাকায় পাঠিয়েছি। এ হামলায় কে বা কারা জড়িত তা তদন্তের পর জানা যাবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close