খেলাধুলা

কাল মাঠে নামবে বিপর্যস্ত বাংলাদেশ

ঢাকা অর্থনীতি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা হারে বিপর্যস্ত বাংলাদেশ। আজ বিরতির পরই কাল আবার ওয়েস্টইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে রিয়াদ-সাকিবদের।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে মরুর দেশে যাত্রা করে। কিন্তু, বিশ্বকাপ মিশনের শুরুতেই স্কটল্যান্ডের কাছে ধাক্কা খায় বাংলাদেশ। এরপর বাছাইপর্বের পরের দুই ম্যাচে ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত হয়। শুরুটা ভালো না হলেও ভক্ত সমর্থকদের আশা ছিলো সুপার টুয়েলভে টাইগারদের পারফরমেন্স হতাশ করবে না। কিন্তু, সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বড় স্কোর করেও শ্রীলঙ্কার বিপক্ষে হার। পরের ম্যাচে ব্রিটিশদের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ।

সুপার টুয়েলভে টানা দ্বিতীয় হারে মানসিক দিক থেকে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ দল। ব্যাট-বল কোনোটাতেই ছন্দে ফিরতে পারছেনা টাইগাররা। শুক্রবার শারজাহ স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে গেইল, পোলার্ড, ব্রাভোদের বিপক্ষে কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারবে সেটা নিয়ে রয়েছে সংশয়।

Related Articles

Leave a Reply

Close
Close