কৃষিশিল্প-বানিজ্য

বৃষ্টির অভাবে চরম বিপাকে নওগাঁর কৃষকরা

ঢাকা অর্থনীতি ডেস্ক: বর্ষাতেও স্বাভাবিক বৃষ্টি না থাকায় কৃষিনির্ভর জেলা নওগাঁর কৃষকরা পড়েছেন বিপাকে। সময় পেরিয়ে গেলেও করতে পারছেন না আমনের চাষাবাদ। পানির অভাবে অনেকে সেচ দিয়ে চারা রোপণ করলেও, এতে বাড়ছে উৎপাদন খরচ

আষাঢ় বিদায় নিয়ে এসেছে শ্রাবণ, কিন্তু দেখা নেই বৃষ্টির। মাঠ ফেটে চৌচির। কখনো টিপটিপ বৃষ্টি হলেও বর্ষানির্ভর আমন চাষের জন্য তা যথেষ্ট নয়।

আমন ধান চাষের সময় পেরিয়ে গেলেও কৃষক করতে পারছেন না চাষাবাদ। অনেকে বাধ্য হয়ে সেচ দিয়ে চাষাবাদ শুরু করলেও তাতে বৃদ্ধি পাচ্ছে উৎপাদন খরচ। বাড়তি খরচে ধান চাষ করে ন্যায্যমূল্য না পেলে লোকশান গুনতে হবে, বলছেন কৃষক। তবে আবহাওয়া অফিস বলছে, শিগগিরই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নওগাঁর বদলগাছীর কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের উপ-পর্যবেক্ষক মাহবুবুল আলম বলেন, ‘সারা দেশেই প্রচণ্ড তাপদাহ চলছে। সেই প্রেক্ষিতে আগামী দুই-তিনদিনের মধ্যেই মাঝারি এবং মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

এ বছর নওগাঁয় ১ লাখ ৯৭ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close