বিশ্বজুড়ে
যুদ্ধে জীবন হারিয়েছে ১৩ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
ঢাকা অর্থনীতি ডেস্ক: রাশিয়ার হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত তের হাজারেরও বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, বলে জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইউক্রেনের পক্ষ থেকে প্রথমবার এই ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হল।
বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির এক উপদেষ্টা এ তথ্য জানান, বলে এক প্রতিবেদনে প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এর আগের দিনই ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এক লাখ ইউক্রেনীয় যোদ্ধার প্রাণহানীর তথ্য তুলে ধরা হয়। পরে অবশ্য তারা জানায়, এই এক লাখের মধ্যে নিহত সেনাদের পাশাপাশি আহতদের পরিসংখ্যানও যুক্ত আছে।
এদিকে, রুশ হামলাকে বর্বরোচিত উল্লেখ করে ইউক্রেনকে সব রকম সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। বৃহস্পতিবার হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে দুই দেশের প্রেসিডেন্ট জানান, মস্কোকে নৃশংসতা ও যুদ্ধোপরাধের অভিযোগে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।