বিশ্বজুড়ে

সুদানের প্রেসিডেন্টের দু’বছরের কারাদণ্ড!

ঢাকা অর্থনীতি ডেস্ক: সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল-বশিরের বিরুদ্ধে দূর্নীতি মামলারতাকে দু’বছরের কারাদণ্ড দিয়েছেন রাজধানী খার্তুমের এক আদালত। রায় ঘোষণাকালে আদালতের বাইরে বিক্ষোভ করেন তার সমর্থকরা।

শনিবার (১৪ ডিসেম্বর) এ রায়  ঘোষণা করা হয়।  রায় ঘোষণার সময় ওমর আল-বশির ঐতিহ্যবাহী পোশাক পরে আদালতের কাঠগড়ায় নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন।

ক্ষমতাচ্যুতির পর গ্রেপ্তারের সময় তার ঘর থেকে পাওয়া ১৩ কোটি মার্কিন ডলার সমমূল্যের সুদানি পাউন্ড ও ইউরোর উৎস বিষয়ে অভিযোগ করা হয়েছিল।

১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে দীর্ঘ ত্রিশ বছর সুদান শাসন করেন সাবেক এ সেনা শাসক। ৭৫ বছর বয়সী সাবেক এ স্বৈরশাসকের বিরুদ্ধে বর্তমানে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও হত্যার অভিযোগে আদালতে বিভিন্ন মামলার শুনানি চলছে।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close