দেশজুড়েপ্রধান শিরোনাম

ওয়ে বিল ও সিটিং সার্ভিস বন্ধের দাবিতে বাস চলাচল বন্ধ

ঢাকা অর্থনীতি ডেস্ক: ওয়ে বিল ও সিটিং সার্ভিস বন্ধের দাবিতে রাজধানীর মিরপুরে বাস চালানো বন্ধ করে দিয়েছে চালক-হেলপাররা।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর দুইটা থেকে মিরপুরে চালকদের একটি অংশ বাস চালানো বন্ধ করে দেয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

চালকদের অভিযোগ, ওয়ে বিলের কারণে প্রতিদিনই ভাড়া আদায় নিয়ে যাত্রীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়াতে হচ্ছে তাদের। অন্যদিকে, মালিকদের পক্ষ থেকেও ওয়ে বিল অনুযায়ী ভাড়া আদায়ের জন্য চাপ দেয়া হচ্ছে। এসব নিয়ে চালক-হেলপারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে৷

এদিকে, বাংলাদেশ বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ জানিয়েছেন, সরকারি নিয়মের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তাই অচিরেই বন্ধ করা হবে ওয়ে বিলের নিয়ম।

Related Articles

Leave a Reply

Close
Close