আমদানি-রপ্তানীদেশজুড়েপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম কমছে ৫ টাকা করে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ জাতীয় রাজস্ব বোর্ড পরিশোধিত জ্বালানি তেল ডিজেলে আমদানি পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স কমানোর পর কমানো হচ্ছে জ্বালানি তেলের দাম। ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার সন্ধ্যায় জ্বালানি তেলের দাম লিটারে ৫ টাকা করে কমানোর সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই হ্রাসকৃত দাম দু-এক দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় ডিজেল, যা মোট জ্বালানির ৭৩ শতাংশ।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল রোববার ডিজেলে আগাম কর ৫ শতাংশ প্রত্যাহারের পাশাপাশি আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে।

মন্ত্রণালয় ও বিপিসির কর্মকর্তারা জানিয়েছেন, ডিজেল ও অকটেনের দাম ‘প্রতীকী’ কমানো হবে। এনবিআরের ভ্যাট ও ট্যাক্স ছাড়ের ফলে ডিজেলে লিটার প্রতি আমদানিতে খরচ কমেছে ২ দশমিক ৬৬ টাকা।

সর্বশেষ গত ৫ আগস্ট বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও ভর্তুকির চাপ কমানোর কারণ দেখিয়ে সরকার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৩৪ থেকে ৪৬ টাকা বাড়িয়েছে। ওই দিন রাত ১২টায় কার্যকর হওয়া নতুন দাম ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের খুচরা মূল্য প্রতি লিটার ১১৪ টাকা, পেট্রল ১৩০ ও অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

বিপিসির তথ্য মতে, দেশে ডিজেলের বাৎসরিক চাহিদা গড়ে ৪৫–৫০ লাখ টনের মতো। ডিজেলের চাহিদার পুরোটাই আমদানির মাধ্যমে জোগান দেওয়া হয়। মোট ডিজেলের ১০ শতাংশ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে এবং বাকি ৯০ শতাংশ ব্যবহার হয় যানবাহনে।যেখানে দেশে গড়ে প্রতিদিন ডিজেল বিক্রি হয় ১৩ হাজার ৬০৭ টন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close