বিশ্বজুড়ে

বিমানবন্দরের জন্য বাংলাদেশের জমি চায় ভারত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা বিমানবন্দরের রানওয়ে আরও প্রসারিত করার জন্য বাংলাদেশের জমি চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব বড়ুয়া।

তিনি বলেছেন, আগরতলা-বাংলাদেশের যুগ্ম বিমানবন্দর তৈরি হলে মৈত্রীর এক নতুন বার্তা পৌঁছাবে বিশ্বে।

মুখ্যমন্ত্রী বলেন, ‘আগরতলা বিমানবন্দর বাংলাদেশ সীমান্তের একেবারে কাছে। বর্তমানে এটির যে রানওয়ে রয়েছে তাতে বিমান ওঠানামা করছে স্বাভাবিকভাবে। তবে বড় বড় আন্তর্জাতিক উড়োজাহাজ ওঠানামার জন্য বিমানবন্দরের রানওয়ের আরও লম্বা হওয়া প্রয়োজন। তাই রানওয়ে প্রসারিত করার জন্য বাংলাদেশের জমি পাওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি, যাতে তারা বিষয়টি নিয়ে বাংলাদেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করতে পারে।’

তিনি আরও বলেন, এটি হলে উভয় দেশ লাভবান হবে। বাংলাদেশ শুধু জমি দিলে তারা একটি তৈরি বিমানবন্দর পাবে। এর জন্য তাদের কোনো অর্থ খরচ করতে হবে না। আগরতলা বিমানবন্দরের মতো একটি বিমানবন্দর তৈরি করতে কমপক্ষে বাংলাদেশের দুই হাজার কোটি টাকা খরচ হবে।

মুখ্যমন্ত্রী বলেন, একটি বিমানবন্দর দু’দেশ মিলে চালাচ্ছে– বিশ্বের কাছে ভারত-বাংলাদেশের এই মৈত্রী-সম্পর্ক উদাহরণ হয়ে থাকবে। এখন ভারত ও বাংলাদেশ সরকার মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, আগরতলা বিমানবন্দরের সীমানা দেয়াল থেকে মাত্র ৫০ মিটারের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া।

Related Articles

Leave a Reply

Close
Close