দেশজুড়ে

অপহরণ মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ২

ঢাকা অর্থনীতি ডেস্ক: রংপুরে অপহরণ মামলায় পুলিশের এক কনস্টেবলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ই জানুয়ারি) রাতে তাদের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কনস্টেবল রবিউল বর্তমানে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে কর্মরত।

মামলা বিবরণ অনুযায়ী, গত ১০ই জানুয়ারি আরবান হেলথ কেয়ার এর কর্মকর্তা তোশারেফ হোসেন পপি পুলিশ কনস্টেবল রবিউলের কথা মতো গৃহপরিচারিকা ঠিক করতে ঢাকা থেকে রংপুরে আসেন। পরে ১১ই জানুয়ারি তাকে কামারপাড়া বাসস্ট্যান্ড থেকে রিসিভ করার পরই রবিউল তাকে হত্যার উদ্যেশ্যে অপহরণ করেন এবং বিভিন্ন স্থানে আটকে রেখে নির্যাতন চালান। যা পপি বিভিন্ন সময় ফোনে তার বোনকে জানান।

এরপরই তারা রংপুরে এসে পুলিশ কনস্টেবল রবিউলের সাথে যোগাযোগ করলে তাদেরকেও সে হত্যার হুমকি দেয় বলে জানান তারা। পরে থানায় অপহরণ মামলা দায়ের করলে পুলিশ কনস্টেবল রবিউল, বিপুল ও সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে এখনো অপহৃত তোশারেফ হোসেন পপি উদ্ধার হননি। এ ঘটনায় ১৬ই জানুয়ারি রংপুর মেট্রো কোতয়ালী থানায় ছয় জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৮ থেকে ৯ জনের নামে অপহরণ মামলা করেন অপহৃতের বোন সাজিয়া আফরিন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close