প্রধান শিরোনামবিশ্বজুড়ে

অবশেষে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হতে যাচ্ছে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশ-ভারত ফ্লাইট চালু হতে যাচ্ছে। মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ পুরী সামাজিক যোগাযোগমাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন।

করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে গত ২৩ মার্চ থেকে ভারতের সঙ্গে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে বিশেষ ব্যবস্থায় ‘বন্দে ভারত মিশন’ বিমান সেবা চালু করা হয়েছিল।

এদিকে বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরো চারটি দেশের সঙ্গে করোনাকালে দ্বিপক্ষীয় ব্যবস্থায় স্বাভাবিক বিমান চলাচল চালু করার প্রস্তাব দিয়েছে ভারতে। এ দেশগুলো হলো শ্রীলংকা, নেপাল, ভুটান ও আফগানিস্তান।

এ প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের বহু মানুষ বিমানে সরাসরি ভারতের বিভিন্ন শহরে যেতে পারবেন। এ দেশগুলোয় যেসব ভারতীয় আটকে পড়েছেন তাদের দেশে ফিরিয়ে আনতে ভারত কাজ করছে বলে জানান হরিদীপ পুরী।

করোনা পরিস্থিতিতে প্রায় সব দেশেরই আন্তর্জাতিক বিমান চলাচল প্রায় বন্ধ রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যেকার স্বাভাবিক বিমান চলাচলও বিঘ্নিত হচ্ছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close