প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

অযৌক্তিক দাবী নিয়ে পদত্যাগের চাপ সৃষ্টি করছে; জাবি ভিসি (ভিডিও সহ)

জাবি প্রতিবেদক: আন্দোলনকারীরা অযৌক্তিক দাবী নিয়ে চাপ সৃষ্টি করছে, যাতে আমি সেচ্ছায় পদত্যাগ করি। যেহেতু এর কোন যুক্তিকতা নেই, তাই আমি ইচ্ছা পোষন করছি না, বলে জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

মঙ্গলবার ( ০১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে ভিসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণ কাজ প্রচলিত নিয়ম অনুসরণ করেই শুরু হয়েছে। এক্ষেত্রে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সত্য নয়। এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে।

ভিসি পদে থাকবেন কি না- এ প্রশ্নের জবাবে ড. ফারজানা বলেন, এটি সরকারের উচ্চ মহলের সিদ্ধান্ত। তিনি অভিযোগ করেন, যারা তার উপাচার্য হওয়া মেনে নিতে পারেনি, তারাই এখন আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছে।

দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তের বিষয়ে ড. ফারজানা বলেন, এটি তার এখতিয়ারে নেই। আন্দোলনকারীরা ইউজিসিতে কোনো লিখিত অভিযোগ দেয়নি বলেও জানান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

ভিডিও দেখুন:

Related Articles

Leave a Reply

Close
Close