দেশজুড়েপ্রধান শিরোনাম

অর্থপাচার মামলায় সাবেক মন্ত্রীর ভাই গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্ক: সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ফরিদপুরের এমপি ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ছোট ভাই খন্দকার মোহতেশাম হোসেন বাবরকে দুই হাজার কোটি টাকা অর্থপাচার মামলায় গ্রেফতার করেছে ফরিদপুর পুলিশ।

গতকাল সোমবার (৭ মার্চ) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খন্দকার মোহতেশাম হোসেন বাবর অর্থপাচার মামলার অন্যতম ওয়ারেন্টভুক্ত আসামি।

আজ মঙ্গলবার (৮ মার্চ) দুপুরে ফরিদপুরের কোতোয়ালী থানায় এ সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে জেলা পুলিশ। সেখানে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানিয়েছেন জামাল পাশা।

উল্লেখ্য, দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ২০২০ সালের ২৬ জুন মোহতেশাম হোসেন বাবরের বিরুদ্ধে কাফরুল থানায় অর্থপাচার আইনে মামলা করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close