দেশজুড়ে

দিনাজপুরে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: দিনাজপুরে পৃথক দুটি স্থানে একদিনে বজ্রপাতে ৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সদর উপজেলার ৮নং উপশহরে একসাথে খেলার সময় বজ্রপাতে নিহত হয়েছে ৪ জন কিশোর এবং দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে একসাথে নিহত হয়েছে ৩ জন যুবক।

দিনাজপুর সদর উপজেলায় নিহতরা হলেন: সাজ্জাদ হোসেন, আপন, হাসান আলী ও মিম মন্ডল। আহতরা হলেন: মমিনুল ইসলাম, আতিক এবং অপর আরো একজন। হতাহতদের সকলেরই বাড়ি দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার (২৩ আগস্ট) বেলা ৩টায় প্রচণ্ড বৃষ্টিপাতের সময় দিনাজপুর উপশহরের ৮নং রেলঘুন্টির কাছের একটি টিনশেডের ঘরে মোবাইলে গেম খেলছিলো ৭ জন কিশোর। এসময় বজ্রপাত ঘটলে ৭ জনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ৪ জনের মৃত্যু ঘটে। অপর ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তারা।

এদিকে চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুকদেবপুর গ্রামে পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে একসাথে নিহত হয়েছে ৩ জন। নিহতরা হলেন: নুর ইসলাম, আব্দুর রাজ্জাক ও আব্বাস আলী।

স্থানীয়ারা জানান, বিকেল ৪টায় বাড়ির পাশের একটি পুকুরে একসাথে মাছ ধরার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Close
Close