দেশজুড়েপ্রধান শিরোনাম

আজ ওয়ান-ইলেভেনের ১২ বছর

ঢাকা অর্থনীতি ডেস্ক: ২০০৭ সালের এই দিনে আবির্ভাব ঘটেছিল ওয়ান ইলেভেন-এর।

শনিবার (১১ই জানুয়ারি) দিনটি ওয়ান-ইলেভেন নামে পরিচিত। জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থা দেখা দেয়ায় ২০০৭ সালের এদিনে দেশে জরুরি অবস্থা জারি করা হয়।

এর আগে ২০০৬ সালের ২৮শে নভেম্বর রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের কিছু দিন পর মতানৈক্যের কারণে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে একে একে উপদেষ্টারা পদত্যাগ করতে থাকেন। এ অবস্থায় ২০০৭ সালের ২২শে জানুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

জরুরি অবস্থা জারির পর ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আন্দোলন অব্যাহত রাখে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ছাত্র, শিক্ষক, ব্যবসায়ীসহ অনেকেই এ সরকারের সময় গ্রেপ্তার হন।

প্রায় দুই বছর সেনা সমর্থিত একটি অনির্বাচিত সরকার দেশের ক্ষমতায় থাকার পর ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close