খেলাধুলাপ্রধান শিরোনাম

আজ বাফুফে নির্বাচন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী চার বছর দেশের ফুটবল কারা পরিচালনা করবেন সেটি আজ নির্ধারিত হবে ১৩৯ জনের ভোটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন আজ। দুপুরে ভোট অনুষ্ঠিত হবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। ভোটাররা এখন এই হোটেলেই অবস্থান করছেন।

সভাপতি একজন, সিনিয়র সহসভাপতি একজন, সহসভাপতি চার জন এবং ১৫টি সদস্যসহ ২১ পদে ৪৯ প্রার্থী লড়াই করছেন। তবে মূল আকর্ষণ হচ্ছে সভাপতি পদে। এই পদে বর্তমান সভাপতি কাজী সালাহউদ্দিন চতুর্থ বারের মতো নির্বাচন করছেন। সালাহউদ্দিন একই সঙ্গে তৃতীয় বারের মতো দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতির দায়িত্ব পালন করছেন। এবার সালাহউদ্দিনের প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী সাবেক ডিফেন্ডার শফিকুল ইসলাম মানিক।

দুই প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থী সদস্য পদে ছয় জন, সহসভাপতি প্রার্থী একজন, তিনি তাবিথ আউয়াল। ১৫টি সদস্য পদে ৩৬ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী মাহফুজা আক্তার কিরন। একই সঙ্গে ফিফার সদস্য তিনি। কিরণ বর্তমানে বাফুফেতে নারী ফুটবল নিয়ে কাজ করছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close