দেশজুড়েপ্রধান শিরোনাম

বাংলাদেশ জলসীমায় মাছ ধরায় ৪৯ ভারতীয় জেলে গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ১১ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে নৌবাহিনীর সদস্যরা।

সোমবার (১৪ অক্টোবর) ভোরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এফ বি হীরা পার্বতী নামে ইলিশ ধরা ট্রলার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জেলেদের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনীর সদস্যরা। পরে বিকেলে পুলিশ তাদের বাগেরহাট আদালতে পাঠায়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলায় বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গত ১৫ দিনে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ ৪৯ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করল নৌবাহিনী।

বাগেরহাট আদালতের পুলিশের পরিদর্শক দিলীপ কুমার সরকার বলেন, অবৈধভাবে অনুপ্রবেশ এবং সমুদ্রসীমা লংঘন করে মাছ শিকারের সময় নৌবাহিনীর হাতে গ্রেপ্তার জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত ১ অক্টোবর ১৫ জন এবং ৪ অক্টোবর ২৩ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বাগেরহাট কারাগারে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Close
Close