দেশজুড়ে

৮ ভাগের ১ ভাগ ভোট না পেয়ে জামানত বাজেয়াপ্ত হচ্ছে বিএনপি মেয়র প্রার্থীর

ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থী আতাউর রহমান আতার জামানত বাজেয়াপ্ত হচ্ছে। নিয়ম অনুযায়ী নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছে তার আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ৫৫ হাজার ২০২ ভোটের মধ্যে কাস্ট হয়েছে ৩৩ হাজার ৯৬১ ভোট। এর মধ্যে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩১ হাজার ৯২২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. আতাউর রহমান আতা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৩৭ ভোট।

কিন্তু মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ হিসাব করলে ৪ হাজার ২৪৫ টি ভোট প্রয়োজন। বিএনপি প্রার্থী ভোট পেয়েছেন তার অর্ধেক। এজন্যই নিয়ম অনুযায়ী তার জামানত বাজেয়াপ্ত হবে।

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. রমজান আলী। ধানের শীষের প্রার্থী হন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান আতা।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close