দেশজুড়ে

আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর ফকিরাপুল ও নারায়াণগঞ্জের রূপগঞ্জের তারাব এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর একটি দল। এ সময় বিপুল সংখ্যক পাসপোর্ট ও বিমানের টিকেটসহ চার তরুণীকে উদ্ধার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতরা হল, অনিক হোসেন, মনির হোসেন সোহাগ, আক্তার হোসেন, আফতাউল ইসলাম পারভেজ, হান্নান ও আকাশ।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় র‌্যাব-১১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্কোয়াড্রন লিডার মো. রেজাউল হক এ তথ্য জানান।

তিনি বলেন, দীর্ঘ দিন এই চক্রটি ১৮-২৫ বছর বয়সী তরুণীদের উচ্চ বেতনে চাকরি দেয়ার নাম করে দুবাই, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে নিয়ে ড্যান্স ক্লাবে পাচার করে আসছে। বিমান থেকে নামার পর তাদের ড্যান্স ক্লাবে নিয়ে খদ্দেরদের কাছে বিক্রি করে দেহ ব্যবসায় বাধ্য করে। এতে তরুণীরা রাজি না হলে তাদের আটক রেখে নির্যাতন করে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Close
Close