খেলাধুলা

আর্জেন্টিনার আপিলেও কমলো না মেসির শাস্তি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ লিওনেল মেসির তিন মাসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কনমেবলের কাছে আপিল করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। কিন্তু সেটা খারিজ করে দিয়েছে দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা।

কোপা আমেরিকায় কনমেবলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে আগস্টে তিন মাস নিষিদ্ধ হন মেসি। জরিমানা হয় ৫০ হাজার ডলার। জার্মানি ও ইকুয়েডরের বিপক্ষে অক্টোবরের ম্যাচে তাকে পেতে শাস্তি কমানোর আপিল করেছিল এএফএ। নিষেধাজ্ঞা এক মাস কমিয়ে দুই মাসে করতে আবেদন করেছিল তারা।

কিন্তু আপিল খারিজ করে দিলো কনকমেবল। তাতে ৯ ও ১৩ অক্টোবরের ম্যাচ দুটি খেলতে পারবেন না ফিফা বর্ষসেরা খেলোয়াড়। আগামী ৩ নভেম্বরের আগে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হচ্ছে না মেসির।

কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হারের পর ও চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী লড়াই শেষে কনমেবলের ম্যাচ অফিসিয়াল ও এর সদস্যদের সমালোচনা করেন মেসি। ব্রাজিলকে শিরোপা জেতাতে আয়োজকরা সব ব্যবস্থা করে রেখেছিলেন দাবি করেন তিনি। এই বিবৃতির জন্য পরে ক্ষমাও চান।

#এমএস

Related Articles

Leave a Reply

Close
Close