আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় ইউপি সদস্যকে মারধরের হুমকি, থানায় ডায়েরি

আব্দুল কাইয়ুম, নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় ধামসোনার ৩ নং ওয়ার্ডের  ইউপি সদস্য মোঃ হাবিবুর রহমানকে মারধরের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় সোমবার (২৩) মোঃ হাবিবুর রহমান   আশুলিয়া থানায় ৪ জনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

বিবাদীরা হলেন, ধামসোনা মধ্যপাড়া এলাকার জামাল উদ্দিনের ৪ ছেলে মোঃ মমিনুর রহমান(৩৮), মোঃ গেসু (৩০), মোঃ রহমান(২৮) ও মোঃ আলী মামুন (২২)।

অভিযোগে হাবিবুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরে তার এলাকার এক ব্যাক্তিকে মারধর করে হাত পা ভেঙ্গে ফেলে বিবাদীরা। এ ঘটনায় তিনি হাসপাতালে ঐ ব্যাক্তিকে দেখতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের হুমকি দেয় তারা। পরবর্তীতে রোববার (২২ সেপ্টেম্বর) রাতে বিবাদীদের সাথে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দেন তিনি। এতে উল্টো তারা ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগী ঐ ব্যাক্তির মতো তাকেও হাত-পা ভেঙ্গে ফেলার হুমকি দেয়।

তিনি বলেন, বিবাদীরা বখাটে ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক। তারা যেকোন সময় আমার উপর হামলা করতে পারে। তাই এই বিষয়ে আশুলিয়া থানায় একটি জিডি করেছি।

Related Articles

Leave a Reply

Close
Close