আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় কিশোরী গণধর্ষণ; আসামীদের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ার ভাদাইলে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩ কিশোরকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ। সন্দেহভাজন আটক রাকিব হোসেন নামে এক জনের সম্পৃক্ততা না থাকায় তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে মামলার এজাহারভুক্ত আসামি সাহরুফ, ডায়মন্ড আলামিন ও জাকিরকে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, আশুলিয়ার ভাদাইলে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় ধর্ষিতার বড় বোন বাদী হয়ে আশুলিয়া থানায় গতকাল রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামি করা হয়। এছাড়া ধর্ষিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরও জানান, আসামী ও ভুক্তভোগীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে, দুই বান্ধবীর মধ্যে এক কিশোরী ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ফলে নির্যাতিত এক কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে, গত ৩০ আগষ্ট আশুলিয়ার ভাদাইল গুলিয়ারচক এলাকায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয় ওই কিশোরী। ৩৫ দিন পর গণধর্ষণের ভিডিও ফাঁস হলে পুলিশ ধর্ষিতাকে হেফাজতে নিয়ে বুধবার চারজনকে আটক করে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close