আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় ছিনতাইকারীর হামলায় শ্রমিক গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় ছিনতাইকারীদের গুলিতে এক পোশাক শ্রমিক গুলিবিদ্ধসহ চার শ্রমিক আহত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়া থানায় এ বিষয়ে একটি অভিযোগ করেন ভুক্তভোগী শ্রমিকরা। এর আগে, রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে আশুলিয়ায় আড়িয়ারমোড় চারাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত হলেন- নুর আলম, সাকিব, সাকিল, হাবিব ও সোলেমান। এদের ভেতর নুরু আলম ও সাকিব নার্গিস সোয়েটারের শ্রমিক।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে ডিউটি শেষে কারখানা থেকে বের হয়ে বাসায় ফিরছিলেন নুরু আলম ও সাকিব। এসময় আশুলিয়ায় আড়িয়ারমোড় চারাল পাড়া এলাকায় তাদের গতি রোধ করে ছিনতায়ের চেষ্টা করার এক পর্যায়ে নুর আলমের পায়ে গুলি ছুড়ে ও পথচারী সাকিল, হাবিব ও সোলেমনকে ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

পুলিশ জানায়, গাজীরচটের হরমুজের ছেলে সোহাগের নির্দেশে রিপন, শামীম ও টিপুসহ কয়েকজন শ্রমিক নুরু আলমসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এতে একজন গুলিবিদ্ধ হন।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, সোহাগের বিরুদ্ধে আশুলিয়া থানায় গণধর্ষনসহ একাধিক মামলা রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close